হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছ?

 হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছ? বহুদিন পরে আমি তোমাদের সাথে আছি। থাকব।  হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছ? বহুদিন পরে আমি তোমাদের সাথে আছি। থাকব।  হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছ? বহুদিন পরে আমি তোমাদের সাথে আছি। থাকব।  হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছ? বহুদিন পরে আমি তোমাদের সাথে আছি। থাকব। 

 হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছ? বহুদিন পরে আমি তোমাদের সাথে আছি। থাকব।  হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছ? বহুদিন পরে আমি তোমাদের সাথে আছি। থাকব। 




যেকোন ব্রাউজারের সেভ করা সব পাসওয়ার্ড বের করুন খুব সহজে!

এখন আপনি যেকোন ব্রাউজারের সেভ করা পাসওয়ার্ড খুব সহজে বের করতে পারবেন। আমাদের অনেক সময় ব্রাউজারে সেভ হয়ে থাকা পাসওয়ার্ড গুলো দেখার প্রয়োজন হতে পারে। সেই সাথে ইউজার নেমও। যদিও এ কাজটা ব্রাউজার থেকে করা যায়। কিন্তু সেক্ষেত্রে আপনার একটা একটা করে অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে হবে। 
show browser saved password


কিন্তু আজকে আমি আপনাদের কাছে এমন একটা প্রোটেবল সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে অবস্থিত সমস্ত ব্রাউজারে সেভ হয়ে থাকা ইউজার নেম ও পাসওয়ার্ড পেয়ে যাবেন। সেই সাথে এইচটিএমএল এর একটি ফাইলে এক্সপোর্ট করতে পারবেন। এর ফলে আপনি ভবিষ্যতে যেকোন সময় যেকোন স্থানে সেই ফাইলটি ওপেন করে আপনার সেভ হয়ে থাকা সমস্ত ইউজারনেম ও পাসওয়ার্ড দেখতে পারবেন।

আবার এই সফটওয়্যারটি পেনড্রাইভে করে অন্যের কম্পিউটারে সেভ হয়ে থাকা সমস্ত পাসওয়ার্ড বের করতে পারবেন। কিন্তু দয়া করে কারো ক্ষতি করবেন না।

তাহলে চলুন শুরু করা যাক।
প্রথমে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করুন নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে।

Downoad



সফটওয়্যারটি ডাউনলোড করলে ফোল্ডারটি ওপেন করুন এবং webbrowserpassview.exe ফাইলটি চালু করুন।

ফাইলটি চালু করার পর আপনি নিচের চিত্রের মত করে সমস্ত পাসওয়ার্ড এবং ইউজারনেম দেখতে পাবেন। আপনার কম্পিউটারে যত ব্রাউজার-ই থাকুক না কেন। সব দেখতে পাবেন। আমার ব্যক্তিগত নিরাপত্তার কারণে আমি আমার ইউজারনেম ও পাসওয়ার্ড অস্পষ্ট করে দিয়েছি।
web brows pass view



আপনি ইচ্ছা করলে নিচের চিত্রের মত করে মাউসের রাইট ক্লিক করে সমস্ত পাসওয়ার্ড ও ইউজারনেম একটি এইচটিএমএল ফাইলে এক্সপোর্ট করতে পারবেন। যেটা আপনি পরে যেকোন কম্পিউটারে, যেকোন সময় অপেন করে দেখতে পারবেন।
web brows pass view



বি.দ্র: অন্য কারো ক্ষতি করার উদ্দেশ্যে কেউ এই সফটওয়্যারটি ব্যবহার করবেন না। যদি কেউ এমন করে তবে সেক্ষেত্রে আমি দায়ী নই। 

পোষ্টটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আর আমার কোন ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে পোষ্টটি পরবেন। যদি আপনার কোন কিছু বলার থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না।


চাকরির বিজ্ঞপ্তি ও শিক্ষা বিষয়ক নোটিশ জানার জন্য আমার EduNoticeBD.comব্লগটি ভিজিট করতে পারেন। এবং আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন তবে আমার প্রতিষ্ঠিত ব্লগারদের অনলাইন স্কুলভিজিট করতে ভুলবেন না। ধন্যবাদ।


ফ্রি অ্যাকাউন্টিং সফটওয়্যার ছোট থেকে মাঝারি ব্যবসায়ের জন্য ডাউনলোড করুন!

বর্তমান যুগে হিসাব রাখার জন্য অনেক অত্যাধুনিক সফটওয়্যার আবিষ্কৃত হয়েছে। সেগুলোর মধ্যে কিছু আছে পেইড ভার্সন। এর মানে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। আবার কিছু আছে সম্পূর্ণ ফ্রি। যেগুলো আপনি বিনা খরচে ব্যবহার করতে পারবেন। 

এখানে প্রশ্ন হলো যে, পেইড ভার্সন আর ফ্রি সফটওয়্যার এর মধ্যে পার্থক্য কোথায়?

পার্থক্য বেশি কিছু না। পেইড ভার্সনে অপশন বেশি আর ফ্রি ভার্সনে লিমিটেড। কিন্তু আমাদের মত উন্নয়নশীল দেশে অত দাম দিয়ে পেইড সফটওয়্যার কিনে ব্যবহার করে এমন ব্যবহারকারীর সংখ্যা নেই বললেই চলে। আবার যদি সফটওয়্যার পাইরেসি করে ক্রাক করার কথা ভাবেন, তাহলে নিশ্চিত আপনি ফাঁদে পড়তে যাচ্ছেন। আপনি আপনার অত সাধের প্রতিষ্ঠানের হিসাব রাখবেন ক্রাক করা সফটওয়্যার দিয়ে? অবশ্যই না। কারণ যে কোন মুহুর্তে বিনা নোটিশে আপনি লাল কার্ড দেখতে পারেন। তখন আপনার সমস্ত হিসাব জলে যাবে।

তাহলে উপায়?

উপায় একটা আছে। তা হলে ফ্রি অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করা। আমাদের মত দেশে এর চেয়ে ভালো কোন অপশন আছে বলে আমার জানা নেই।

তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ফ্রি অ্যাকাউনিং সফটওয়্যারটি নিয়ে একটু আলোচনা করি। সফটওয়্যারটির নাম ম্যানেজার। 
আসুন এক নজরে দেখে নেই এই সফটওয়্যারটিতে আপনি কি কি অপশন পাবেন।
  • Bank Accounts
  • Bank Transactions
  • Cash Accounts
  • Cash Transactions
  • Inter Account Transfers
  • Expense Claims
  • Customers
  • Sales Qoutes
  • Sales Orders
  • Sales Invoices
  • Credit Notes
  • Delivery Notes
  • Suppliers
  • Purchase Orders
  • Purchase Invoices
  • Goods Receipts
  • Debit Notes
  • Inventory Items
  • Inventory Transfers
  • Inventory Write-offs
  • Production Orders
  • Employees
  • Payslips
  • Billable Time
  • Billabel Expenses
  • Fixed Assets
  • Intangible Assets
  • Capital Accounts
  • Special Accounts
  • Special Accounts
  • Journal Entries
  • Folders
  • Emails
  • Reports
  • Settings 



    আমার মনে হয় আমাদের দেশের জন্য এর চেয়ে বেশি কোন অপশন দরকার হবে না। 
     
 আপনি অনেক গুলো দোকান বা প্রতিষ্ঠানের হিসাব একসাথে রাখতে পারবেন। উপরের চিত্র দেখুন। তাছাড়া ব্যাকআপ অপশনের মাধ্যমে ব্যাকআপ রাখতে পারবেন। এতে আপনার হিসাব হারিয়ে যাবার ভয় থাকবে না। 




তাহলে এখনি সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।

আপনি যদি এই সফটওয়্যারটি অনলাইন ভার্সন ব্যবহার করতে চান তাহলে আপনি পৃথিবীর যেকোন স্থান থেকে আপনার হিসাব-নিকাশ দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনি ফ্রি পাবেন না। এর অনলাইন সংস্করন পেইড। অল্প কিছু টাকার বিনিময়ে আপনি তা ব্যবহার করতে পারবেন। সেই সাথে আপনার নিজস্ব ডোমেইনে এই অনলাইন ভার্সনটি ব্যবহার করতে পারবেন। যেমন: accounts.yourdomain.com । যেটা অনেকটা প্রফেশনাল মানের।

গর্ব করার মত একটি বিষয় হচ্ছে যে, এই সফটওয়্যার বাংলা ভাষায় সাপোর্ট করে। যেটা বাংলাদেশের জন্য খুবই ভালো। 


আশা করি এই ফ্রি অ্যাকাউন্টিং সফটওয়ারটি আপনার কাজে লাগবে।



আপনার অনুমতি ছাড়া কেউ ইউএসবি দিয়ে কম্পিউটার থেকে কিছু কপি করতে পারবে না!

পোষ্টের টাইটেলটি দেখে কি অবাক হয়েছেন? অবাক হওয়ার কিছুই নেই। এখন আপনি আপনার কম্পিউটারের/ল্যাপটপের ইউএসবি লক করে রাখতে পারবেন। তাও আবার কোন ধরনের সফটওয়্যার ছাড়াই। নিজস্ব কম্পিউটারের প্রাইভেসির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কারণ আপনার কম্পিউটারের পার্সোনাল ফাইল আপনার অনুমতি ব্যতীত অন্য কেউ কপি করে নিয়ে গেলে কি ধরনের ক্ষতি হতে পারে তা একমাত্র আপনি-ই উপলব্ধি করতে পারবেন। 


এই ট্রিক্সটির মাধ্যমে আপনি আপনি আপনার কম্পিউটারের ইউএসপি পোর্ট লক করে রাখতে পারবেন। যার ফলে আপনার কম্পিউটারে কোন ইউএসবি ড্রাইভ লাগালে এটি শুধুমাত্র রিড অনলি মোডে চালু হবে। অর্থ্যাৎ উক্ত পেনড্রাইভ/মেমেরি কার্ডে শুধুমাত্র ফাইলগুলো দেখা যাবে কিন্তু কোন কিছু কপি করা যাবে না। অর্থ্যাৎ কেউ আপনার অনুপস্থিতে আপনার ব্যক্তিগত ফাইল কপি করতে পারবে না।

কিভাবে এটি কাজ করে?

এটি মাইক্রোসফট এর রেজিষ্ট্রি এডিট করার মাধ্যমে করা হয়। কিন্তু আপনাকে কোন কোড ব্যবহার করে রেজিষ্ট্রি এডিট করা লাগবে না। আমি আপনাদের সুবিধার জন্য ইতোমধ্যে দুইটি ফাইল তৈরি করে রেখেছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে কাজ করবে।

প্রথমে আমার দেওয়া ফাইল দুটি ডাউনলোড করুন। 

ফোল্ডারটি অপেন করার জন্য আপনি দুইটি ফাইল দেখতে পারবেন। একটি নাম Disable USB Write এবং অপরটির নাম Enable USB Write । নিচের চিত্র লক্ষ্য করুন: 


এখন Disable USB Write এ ক্লিক করে মার্জ করে দিন। এখন আপনার কম্পিউটারের কোন পেনড্রাইভ/মেমোরি লাগালে তা শুধুমাত্র দেখা যাবে। কিন্তু তার মধ্যে কোন ফাইল কপি করা যাবে না। এতে আপনার প্রাইভেসি রক্ষা হবে।

আবার যখন আপনার ইউএসবি তে কপি করার  প্রয়োজন হবে তখন Enable USB Write এ ক্লিক করুন। দেখবেন এখন আপনার কমিপউটারে কোন পেনড্রাইভ/মেমোরি কার্ড লাগালে তার মধ্যে ডেটা কপি করতে পারবেন।

আপনি যখন আপনার কম্পিউটার রেখে কোথায় যাবেন, জাষ্ট Disable USB Write ফাইলটি ক্লিক করে মার্জ করে দিন। আর অবশ্যই ফাইল দুটোকে কোন নিরাপদ ড্রাইভে রেখে দিবেন।

ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমার সাথে যোগাযোগ করতে ই-মেইল করুন: mohsinuddin@yahoo.com


কম্পিউটারের যেকোন ফাইল সার্চ করুন মাত্র ৫ সেকেন্ডে !

ধরুন, হটাৎ করেই আপনার মনে পেড়ে গেল যে এই মুহূর্তে আপনার বায়োডাটা প্রিন্ট করার দরকার। সেই সাথে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি। কিন্তু আপনার কম্পিউটারের বিশাল ডিরেক্টরির মধ্যে কোথায় যে বায়োডাটা কিংবা ছবি রেখেছেন তা মনে নেই। আবার মনে করুন, হটাৎ করেই একটি গান শুনতে আপনার ইচ্ছা হলো কিন্তু কম্পিউটারের কোথায় রেখেছেন তা মনে নেই। সেই মুহুর্তে কি করবেন? সার্চ করে বের করবেন তাইতো? যদি উইনডোজ এর বিল্ট-ইন সার্চ অপশন ব্যবহার করে আপনি সার্চ করেন, তাহলে মোটামুটি ১০-১৫ মিনিট লেগে যাবে সম্পূর্ণ কম্পিউটার খুজতে। 


কিন্তু যদি এমন হয়, আপনি একটি ছোট সফটওয়্যারের সাহায্যে খুব সহজে এবং খুব দ্রুত কম্পিউটারের সমস্ত ফাইল খুজে বের করতে সক্ষম হন, তাহলে তো ব্যাপারটা বেশ মজার। 


এই সফটওয়্যারটির নাম Everything । ছোট এই সফটওয়্যারটি ইনষ্টল করে ওপেন করার পর এর সার্চ অপশনে আপনি যেই ফাইলের নাম লিখবেন, আপনার কম্পিউটারে যদি ঐ ফাইলটি থাকে তাহলে মুহুর্তের মধ্যেই আপনার চোখের সামনে পেয়ে যাবেন। 

Everything Software Download


সফটওয়্যারটি ফ্রি হওয়ার কারনে আপনাকে একটি ব্যবহার করার জন্য কোন টাকা দিতে হবে না।
তাহলে এখনি ডাউনলোড করে নিন চমৎকার এই সফটওয়্যারটি।




আশা করি আপনি এই সফটওয়্যারটি পেয়ে বেশ উপকৃত হবেন। যদি আপনার কিছু বলার থাকে তবে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।

গণিত টাইপ করার জন্য অসাধারণ একটি সফটওয়্যার !

আমরা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডে Equation অপশন ব্যবহার করে গাণিতিক ফর্মুলা ও অন্যান্য কার্যাবলি সম্পাদন করে থাকি। কিন্তু আজ আমি আপনাদের কাছে এমন এক অসাধারণ সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি যার মাধ্যমে আপনি মাইক্রোসফট ওয়ার্ড এর সাহায্য ছাড়াই অনেক দ্রুত ও সুন্দর ভাবে গণিত টাইপ করতে পারবেন। গণিত টাইপ করা ছাড়াও আপনি গাণিতিক আরো অন্যান্য অপশন খুব দ্রুত পেয়ে যাবেন। মাইক্রোসফট ওয়ার্ড চালু করা অবস্থায় যদি আপনি এই সফটওয়্যার ব্যবহার করেন তাহলে কাজ শেষ হয়ে গেলে অটোমেটিক ভাবে আপনার ফাইলে আপডেট হবে। 
math type 6.2 download

এই সফটওয়্যারটির বর্তমান বাজার মূল্য $97 অর্থ্যাৎ প্রায় ৭৭৬০/- টাকা। কিন্তু দুশ্চিন্তার কোন কারণ নেই। আমি আপনাদেরকে সিরিয়াল কী সহ সফটওয়্যারটি দিব।

আমরা বাঙ্গালী ফ্রি’তে কোন কিছু পেতে খুব পছন্দ করি। তাহলে দেরী কেন। এখনি ডাউনলোড করে নিন ৭৭৬০/- টাকার অসাধারণ সফটওয়্যারটি একদম বিনামূল্যে !


[ডাউনলোড লিংক এ ক্লিক করার পর উপরের ডান কোনায় বাটনে ক্লিক করলেই ডাউনলোড পেইজে চলে যাবে]

সফটওয়্যারটি ব্যবহারজনিত কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না। তাছাড়া আমার ব্যক্তিগত ই-মেইল (mohsinudddin@yahoo.com) এর মাধ্যমেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। 


হ্যাকিং এর উপর লেখা প্রথম বাংলা বইটি ডাউনলোড করুন

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে একটি হ্যাকিং এর উপর বাংলা বই নিয়ে এসেছি। এটি বাংলা ভাষায় লেখা বিশ্বের প্রথম হ্যাকিং সংক্রান্ত বই। বাংলাদেশের হোয়াইট হ্যাট হ্যাকারদের লেখা এই বইটি থেকে আপনি হ্যাকিং এর উপর বেসিক জ্ঞান অর্জন করতে পারবেন।


এখানে বলে রাখা ভালো যে, আপনি কখনও বই পড়ে হ্যাকিং শিখতে পারবেন না বা হ্যাকার হতে পারবেন না। হ্যাকার হতে হলে আপনাকে প্রচুর প্রোগ্রামিং সম্পর্কে জ্ঞান রাখতে হবে এবং প্রচুর অনুশীলন করতে হবে। বিশেষ করে যারা কম্পিউটার হ্যাকার হতে চান, তাদেরকে অবশ্যই সি, সি++, পাইথন ইত্যাদি প্রোগ্রামিং ভাষায় দক্ষ হতে হবে। আর ওয়েব এ হ্যাকার হতে হলে আপনাকে অবশ্যই পিএইচপি, এএসপি, ইত্যাদি প্রোগ্রামিং ভাষায় দক্ষ হতে হবে। 

সুতরাং শুধুমাত্র বই পড়ে হ্যাকার হতে চাইলে আপনার চেষ্টা বৃথা যাবে। তবে আপনি এই বইটি পড়ে হ্যাকিং সম্পর্কে বেসিক জ্ঞান অর্জন করতে পারবেন। 

বইটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।

ধন্যবাদ।